পোস্টগুলি

জানুয়ারী, ২০০৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যাপিত জীবন : কন্যার আগমন

ছবি
আমার বউ কনসিভ করার কয়েক মাস পর থেকেই কিছু জটিলতা দেখা যায়। ওর ব্লাড প্রেসার বেড়ে যায়। আর কিছুটা ডিপ্রেসন ভুগে। তাই প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে চেকাপ করাতাম। আট মাস পার হয়ে গেছে। বউ এর পেটের ভিতর বাচ্চার নড়াচড়া তখন স্পষ্ট। ডাক্তারের দেয়া ডেলিভারির ডেট ছিল আরো একমাস পর। সেদিন বউ বলছিল বাচ্চা নড়াচড়া করছে না আর পেটের এক পাশে সরে গেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। পরদিন ছিল ডাক্তারের কাছে এপয়নমেন্ট। ভাবছিলাম ঐদিন গিয়ে ডাক্তার দেখাবো। এমন সময় মা দেখে বলল, 'এখনই ডাক্তারের কাছে যাও, এসব নিয়া গাফিলতি করা ঠিক না'। ফোনে সিরিয়াল নিয়ে বিকালে ডাক্তারের চেম্বারে চলে গেলাম।