বিরিশিরি ভ্রমন ০১: পরিকল্পনা ও তথ্য সংগ্রহ
হঠাৎ করেই প্রস্তাবটা আসে ইকবালের কাছ থেকে। ইকবাল আমার প্রাক্তন বস বর্তমানের বন্ধু। সেদিন রাতে ফোন করে বলে অনেকদিন বাইরে যাওয়া হয় না। ঢাকা থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। নেত্রকোনার বিরিশিরি যাব কীনা। বললাম চিন্তা করে দেখি। আসলে আমিও চাচ্ছিলাম পরিবার নিয়ে কোথাও বেরিয়ে আসতে। মুন্নি অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছিল বেড়াতে যাবার জন্য। মুন্নি কে বলে ইকবালকে কনফার্ম করলাম যাবো। প্রক্তন কলিগ মুকুলও শুনে আগ্রহি হয়ে উঠল।
মন্তব্যসমূহ